তরতাজা দুই ভাইকে হারিয়ে শোকে স্তব্দ হয়ে পড়েছেন বীর কন্ঠ’র সম্পাদক বড় ভাই সাংবাদিক কাইছার হামিদ। ভাইকে হারিয়ে সে বিলাপ করছিলেন। রোববার (২২ মার্চ) সকালে সড়ক দূর্ঘটনা নিহত জসিম উদ্দিন ও বেলাল হোসেন তাওরাত’র নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে।
আমাদের কাছে একটি মৃত্যুর খবর কিংবা একদিনের জানাযায় উপস্থিতি। কিন্তু যারা আপনজন হারানোর বেদনা বয়ে বেড়ান আজীবন, তারা বুঝে আপনজন হারানোর বেদনা কত কঠিন, কত মর্মান্তিক।
সাংবাদিক কাইছার হামিদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি আমার মা-বাবার মুখের দিকে তাকাতে পারছি না। দুই ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
উল্লেখ্য, শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় লবনবাহী ট্রাক ও যাত্রীবাহী লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লেগুনার চালক-হেলপারসহ ১৫ জন যাত্রী নিহত হয়েছেন। নিহত জসিম উদ্দিন ও বেলাল হোসেন তাওরাত দু’জনই সাংবাদিক কাইছার হামিদের ছোট ভাই।
প্রতিবেদন- মারুফ খান ও ছবি- সাংবাদিক জাহেদুল ইসলাম