১৯৭১ সালে পাক হানাদারদের নির্মমতার শিকার মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতব্যাপী অসহযোগ আন্দোলনে দক্ষিণ চট্টগ্রামে নেতৃত্বদানকারী ক্ষণজন্মা মনীষী, সাতকানিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শহীদ বুদ্ধিজীবি রায় সাহেব কামিনী কুমার ঘোষ স্মরণে এক আলোচনা সভা ২৬ জুলাই শুক্রবার রাত ৮টায় চান্দগাঁও রূপালী আবাসিক এলাকাস্থ নদভী প্যালেসে অনুষ্ঠিত হয়। এতে কামিনী কুমার ঘোষের ঘনিষ্ট আত্মীয়-স্বজনসহ, কাঞ্চনা ও সাতকানিয়ার বিভিন্নস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তাগণ কামিনী কুমার ঘোষ কর্তৃক কাঞ্চনা এসবি ঘোষ ইনস্টিটিউট, আমিলাইশ-কাঞ্চনা বঙ্গচন্দ্র ঘোষ ইনস্টিটিউট প্রতিষ্ঠার পাশাপাশি ১৬ বছর চট্টগ্রাম জেলা স্কুল বোর্ডের সদস্য, কাঞ্চনা ইউনিয়নের প্রেসিডেন্ট ও বেঞ্চ কোর্টের সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন এবং সাতকানিয়ার এই কীর্তিমান মনীষীকে চির স্মরণীয়-বরণীয় করে রাখার লক্ষ্যে কাঞ্চনাস্থ নিজ গ্রামে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের জন্য স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষন করেন।

আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপিকে সভাপতি ও ডাঃ অজয় ঘোষ পিন্টু-কে সাধারণ সম্পাদক করে ২০৩ জন বিশিষ্ট শহীদ বুদ্ধিজীবি রায় সাহেব কামিনী কুমার ঘোষ স্মৃতি সংসদ গঠন করা হয়।
সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড. আবুল আলা মোহাম্মদ হোছামুদ্দিন, নব গঠিত রায় সাহেব কামিনী কুমার ঘোষ স্মৃতি সংসদের যুগ্ম সম্পাদক মোখলেছ উদ্দিন জাকের, দোলন বিশ্বাস, মিজানুর রহমান মারুফ, সাংগঠনিক সম্পাদক শাওন ঘোষ, অসীম বিশ্বাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অভিজিৎ ঘোষ, মোঃ রুকুন উদ্দীন, সদস্য আনোয়ার হাবিব হেলাল, আবদুল করিম, প্রশান্ত ঘোষ, সোমেন ঘোষ পলাশ, রুপক দাশ, স্থানীয় সাংসদের সহকারী একান্ত সচিব শাহাদত হোসাইন শাহেদ, ছাত্রনেতা জিহানুর রহমান চৌধুরী প্রমুখ। -খবর প্রেস বিজ্ঞপ্তির