এলনিউ২৪ডটকম : লোহাগাড়া সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে বটতলী মোটর ষ্টেশনস্থ ফোরামের অস্থায়ী কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এক জরুরী সভার আয়োজন করা হয়। সভায় ফোরামের আহবায়ক এম এম আহমদ মনির সভাপতিত্ব ও সদস্য সচিব অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক অনুষ্ঠান সঞ্চালনা করেন।
আলোচনা সভা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এম এম আহমদ মনিরকে সভাপতি ও আবদুল আউয়াল জনিকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নব-নির্বাচিত কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, মনির আহমদ আজাদ, সাংগঠনিক সম্পাদক সাত্তার সিকদার, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুফ, অর্থ সম্পাদক এম এইচ সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ এইচ রাব্বী, দপ্তর সম্পাদক এরশাদ আলম, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে জমির উদ্দিন ও আবদুল ওয়াহাব।
সভায় বক্তারা অপ-সাংবাদিকতা রুখে দিতে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।