Home | ব্রেকিং নিউজ | চবির ভর্তি পরীক্ষার শেষ দিন অনুপস্থিত ৩৩ শতাংশ 

চবির ভর্তি পরীক্ষার শেষ দিন অনুপস্থিত ৩৩ শতাংশ 

নিউজ ডেক্স : দুই উপ-ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।

শেষ দিন ‘বি-১’ ও ‘ডি-১’ উপ-ইউনিটে ৩ হাজার ৩৯০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১ হাজার ১৩২ জন।যা ৩৩ দশমিক ৩৯ শতাংশ। উপস্থিত ছিলেন ২ হাজার ২৫৮ জন। যা ৬৬ দশমিক ৬১ শতাংশ।  

বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ‘বি’ ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক এবং ‘ডি’ ইউনিটের জয়েন্ট কো-অর্ডিনেটর অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ।

‘বি-১’ উপ-ইউনিটে ১২৫ আসনের বিপরীতে ১ হাজার ৫৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ১ হাজার ২৫ জন। যা ৬৪ দশমিক ৭৯ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৫৫৪ জন। যা ৩৫ দশমিক ২১ শতাংশ।  

‘ডি-১’ উপ-ইউনিটে ৩০ আসনের বিপরীতে ১ হাজার ৮১১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ১ হাজার ২৩৩ জন। যা ৬৮ দশমিক ৮ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৫৭৮ জন। যা ৩১ দশমিক ৯২ শতাংশ।  

‘বি-১’ উপ-ইউনিটে ভর্তি পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়ে বেলা ১২টায় শেষ হয়। এছাড়া ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা বিকেল ৩টায় শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। চার ইউনিট ও দুই উপ-ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো চবির ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা। -বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!