এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ২১ হাজার ২শ পিস ইয়াবাসহ ছয় পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ মে) পৃথক অভিযান চালিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেল ও প্রাইভেটকার।
গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহ সদর থানার উজান ঘাগড়া এলাকার মৃত শাহাবা উদ্দিনের পুত্র মো. কাজল মিয়া (৪০), লোহাগাড়া থানার বড়হাতিয়া তৈয়ব হাজির পাড়ার তৈয়ব শাহ’র পুত্র মো. ইরফানুল হক রনি (২৮), বোয়ালখালী থানার জ্যৈষ্ঠপুরা ফতেরখিল পাড়ার মৃত শহিদ উল্ল্যাহর পুত্র মো. কাউছার প্রকাশ আবুল হোসেন (৪০), কক্সবাজারের উখিয়া থানার রাজাপালং এলাকার আলী চাঁনের পুত্র মো. আতিকুর রহমান (২৫), একই থানার বালুখালী রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের আবদুর রহিমের পুত্র মো. জোবায়ের (৩১) ও হবিগঞ্জের মাধবপুর থানার সুরুত আলীর পুত্র মো. ফজল মিয়া (৫০)।
পুলিশ জানায়, প্রাইভেটকারে তল্লাশী করে মো. কাজল মিয়ার কাছে পাওয়া যায় ৫ হাজার পিস ইয়াবা। মোটরসাইকেলে করে পাচারের সময় ইরফানুল হক রনির কাছ থেকে উদ্ধার করা হয় ১০ হাজার পিস ইয়াবা। এছাড়া যাত্রীবাহী গাড়িতে পৃথক অভিযান চালিয়ে কাউছার প্রকাশ আবুল হোসেন, আতিকুর রহমান, মো. জোবায়ের ও ফজল মিয়ার কাছ থেকে ৬ হাজার ২শ পিস ইয়াবা পাওয়া যায়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্যব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু পূর্বক মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।