এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আমিরাবাদ রাজঘাটা এলাকায় গোলাম নবী হাজির পাড়াস্থ শহিদ মেটালের স্টীল আলমিরার কারখানা থেকে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে কারখানার মালিক শহিদুল ইসলাম শ্রমিকের ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ সকাল ৯টায় ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।
নিহত শ্রমিক রিফাত হোসেন (১৮) পার্বত্য লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ইসলামপুর (ফরেষ্ট অফিস) এলাকার জাফর হোসেনের পুত্র।
জানা যায়, নিহত শ্রমিক রিফাত হোসেন দীর্ঘদিন যাবত ওই কারখানায় স্টীলের আলমিরা তৈরির শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন। ঘটনারদিনে ভোরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পান কারখানা মালিক। তবে আত্মহত্যার কারণ কেউ জানাতে পারেনি। লাশের প্যান্টের পকেট থেকে হাতের লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। এতে লেখা আছে “আমার কিছুর জন্য কেউ দায়ী নই, সবাই আমাকে মাফ করে দিবেন”।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানান থানার ডিউটি অফিসার জেসমিন সোলতান। তিনি আরো জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর হত্যা নাকি আত্মহত্যা সঠিকভাবে জানা যাবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।