ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় লেপ-তোষক কারখানায় আগুন, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি

লোহাগাড়ায় লেপ-তোষক কারখানায় আগুন, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি

68693444_339150746992272_19437359829352448_n

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার বটতলী মোটর ষ্টেশনের দরবেশহাট ডিসি সড়কে আল মদিনা মেট্রেস নামে এক লেপ-তোষকের কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ ১৮ আগষ্ট রবিবার সকাল সাড়ে ১১টায় এ ঘটনাটি ঘটেছে। সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে প্রায় ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কারখানার মালিক মোঃ কামরুল ইসলাম কাইছার জানান, ঈদের ছুটিতে কারখানা এক সপ্তাহ বন্ধ ছিল। ঘটনারদিন সকালে কারখানায় কাজ করতে আসে কর্মচারীরা। কারখানার মেশিন চালু করলে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। তিনি আরো জানান, অগ্নিকান্ডে মেশিন ও মালামাল সব পুড়ে যায়। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছেন তিনি।

68356079_2676382102381391_1691185785602048000_n

সাতকানিয়া ফায়ার ষ্টেশনের ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) জোলহাজ উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসি। যথাসময়ে ঘটনাস্থলে না আসলে আগুন নিয়ন্ত্রণে আনা কষ্টকর হত। আশপাশে আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়দের সহায়তা ও ফায়ার সার্ভিসের লোকজনের প্রচেষ্টায়আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!