এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের পশ্চিম তাঁতী পাড়ায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ ১৭ নভেম্বর রবিবার রাত ১টার দিকে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় গ্রাম পুলিশ আশরাফ আলী।
ক্ষতিগ্রস্ত সেলিম উদ্দিন ওই এলাকার মৃত আবদুল জলিলের পুত্র ও সৌদিয়া আরব প্রবাসী।

প্রবাসীর স্ত্রী মোরশিদা আক্তার জানান, ঘটনার রাতে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ি থেকে বের হন। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ৩ জন মুখোশ পরিহিত লোক তাকে জিম্মি করে বাড়িতে ঢুকিয়ে হাত-পা বেঁধে মুখে টেপ লাগিয়ে দেয়। শোরচিৎকার করতে চাইলে তাকে মারধরও করে তারা। এ সময় বসতঘরে তার শ্বাশুড়ী ও ৩ সন্তান ছিল। ডাকাতদের সাথে ধস্তাধস্তির সময় তার এক সন্তান ঘুম থেকে জেগে উঠলে তারা পালিয়ে যায়।
তিনি আরো জানান, ডাকাতরা বাড়িতে থাকা ২ ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা ও মূল্যবান ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে গেছে।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই আবদুল হালিম জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।