এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে পাচারকালে বিপুল পরিমাণ অবৈধ আকাশমনি গোলকাঠ জব্দ করেছে বনবিভাগ। বুধবার (১৬ মার্চ) রাত ২টার দিকে ইউনিয়নের চান্দা এলাকা থেকে ট্রাক ভর্তি এ কাঠ জব্দ করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন পদুয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
তিনি জানান, অবৈধভাবে কাঠ পাচারের সংবাদের অভিযান পরিচালনা করা হয়। এ সময় চান্দা এলাকা থেকে ট্রাক ভর্তি আকাশমনি গোলকাঠ জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। বনবিভাগের লোকজনের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি রেখে পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত গোলকাঠ ও ট্রাক বর্তমানে বনবিভাগের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে বন আইনে মামলা রুজু করা হয়েছে।