এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আমিরাবাদে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মিছবাহুল কবির (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত ১২টার দিকে নগরীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়ে। মিছবাহুল কবির ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্য আমিরাবাদ প্রিন্সিপ্যাল ড. রেজাউল কবির চৌধুরী বাড়ির লুৎফর কবিরের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় ১৫ দিন পূর্বে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন মিছবাহুল কবির। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম নগরীর এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার দুপুর ২টায় মধ্য আমিরাবাদ কবির মোহাম্মদ পাড়া জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।