এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় করোনা ভাইরাসে সংক্রমনে মৃত্যুবরণকারীদের লাশ দাফন-সৎকারে ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় করোনা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবিরের সূত্রোক্ত স্মারকের আদেশক্রমে এ কমিটি গঠন করা হয়।
গত ৭ এপ্রিল লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ এ কমিটি গঠনপূর্বক চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) বরাবরে প্রেরণ করেন।
কমিটির টিম লিডার হলেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী। অন্যরা হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মো. আবুল কালাম (স্বাস্থ্য কর্মী), ইসলামী ফাউন্ডেশনের ইমাম মোহাম্মদ আবদুর রশিদ ও মো. নাছির উদ্দিন (মৃত দেহ দাফন-সৎকারকারী), লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের সাগর আলম (গাড়ি চালক) এবং ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক মোহাম্মদ তাফসিরুল ইসলাম (ধর্মীয় কার্যাদি সম্পাদনকারী)।