এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ‘চট্টগ্রাম-১৫ এমপি গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট’ উদ্বোধন হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ৩টায় উপজেলা সদরের শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে চকরিয়া শেখ জামাল ফুটবল ক্লাব বনাম সাতকানিয়া ছমদর পাড়া ফুটবল একাডেমী। খেলায় চকরিয়া শেখ জামাল ফুটবল ক্লাব ৩ গোলে জয়লাভ করে।
চট্টগ্রাম- ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে খেলা উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এহসানুল করিম চৌধুরী বাবুল, দিদারুল আলম চৌধুরী, সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল জব্বার, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন হিরু ও উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক জহির উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, আগামীকাল শনিবার প্রতিদ্বন্দ্বিতা করবে বাঁশখালী চাম্বল ইউনিয়ন ফুটবল দল বনাম দোহাজারী আবাহনী ক্রীড়া চক্র।