ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় অবৈধভাবে মাটি কাটায় লাখ টাকা জরিমানা

লোহাগাড়ায় অবৈধভাবে মাটি কাটায় লাখ টাকা জরিমানা

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পুটিবিলা অবৈধভাবে মাটি কাটায় মতিউর রহমান (৭৩) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

তিনি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আদর্শ পাড়ার মৃত বদন মিয়ার পুত্র। বৃহস্পতিবার (৪ মে) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান বিষয়টি জানিয়েছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গত বুধবার (৩ মে) সন্ধ্যায় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আদর্শপাড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় অভিযুক্ত মতিউর রহমানকে জরিমানা করা হয়েছে। অভিযোগ ছিল দীর্ঘদিন যাবত পুকুরের মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রি ও গ্রামীণ সড়কে জনদূর্ভোগ সৃষ্টি করে আসছে। জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে পরিচালনাকালে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও গ্রাম পুলিশ সার্বিক সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!