এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসেন বুধবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন ও আধুনগর ইউনিয়নের মগদীঘির পাড়, মছদিয়া, হাদুরপাড়া ও রশিদেরঘোনা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে ডা. মুহাম্মদ ইকবাল হোসেন ক্লিনিকের সেবা কার্যক্রম, অবকাঠামো, ঔষুধের প্রাপ্যতা ও অন্যান্য প্রশাসনিক দিকসমূহ পর্যবেক্ষণ করেন। এই সময় তিনি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের সাথে মতবিনিময় করে তাদের কাজের প্রশংসা এবং আরো উন্নত সেবা প্রদানের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
ডা. মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, কমিউনিটি ক্লিনিকগুলো প্রাথমিক স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু। জনগণের দৌরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই ক্লিনিকগুলোর সেবার মান উন্নত করা আমাদের অগ্রাধিকার। রোগীদের সেবাগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন এবং ক্লিনিকের পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
এছাড়া তিনি স্থানীয় জনগণকে সঠিক সময়ে স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য উৎসাহিত করেন। পরিদর্শন শেষে তিনি ক্লিনিকের উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।