এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া উপজেলা সদর বটতলী স্টেশনের বর্জ্য অপসারণে এগিয়ে এসেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টা থেকে স্টেশনে বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী লোহাগাড়া শহরের আমীর প্রফেসর জালাল আহমদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফ, সাজ্জাদ হোছাইনসহ দলীয় নেতাকর্মীরা।
লোহাগাড়া শহরের আমীর প্রফেসর জালাল আহমদ জানান, সাবেক সংসদ সদস্য বটতলী শহর উন্নয়ন কমিটির অনুমোদন দেন। সরকার পতনের পর থেকে কমিটিতে থাকা বেশিরভাগ লোকই আত্মগোপন চলে গেছেন। তাই বটতলী শহরের বর্জ্য নিয়মিত অপসারণ হচ্ছিল না। ফলে বর্জ্য জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। দূর্ভোগ পোহাচ্ছেন স্টেশনে আসা লোকজন। বটতলী শহরের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে বাংলাদেশ জামায়াত ইসলামী এই উদ্যোগ গ্রহণ করেছে।
উল্লেখ্য, বুধবার (৪ সেপ্টেম্বর) কয়েকটি নিউজ পোর্টলে লোহাগাড়া বটতলী স্টেশনের বর্জ্য জমে দুর্গন্ধ ছড়ার বিষয়টি সংবাদ প্রকাশ করে।