এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার বড়হাতিয়ায় বিপুল পরিমাণ দেশীয় তৈরি অস্ত্র ও মাদকসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের হাজির পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হল ওই এলাকার মৃত আবদুস শুক্কুরের পুত্র মো. কামাল (৪০), মো. রফিকের পুত্র মো. এরশাদ (২১), সাতকানিয়া পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের বোয়ালিয়া পাড়ার মৃত আবুল হোসেনের পুত্র মো. হোছেন (৪০) ও সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের আলুরঘাট মাস্টার পাড়ার মৃত জিয়াবুল হকের পুত্র আমিনুল ইসলাম (৪৫)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মুহাম্মদ সাঈদ হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই সময় ৩৭৭ পিস ইয়াবা, ১১টি মোবাইল ফোন, ৬টি চাকু, ৭টি চাপাতি, ১টি বড় চাকু, ১০ লিটার চোলাই মদ, গাঁজা, ফুয়েল পেপার ও ১টি সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধার করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত সরঞ্জামসহ তাদেরকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা রুজু প্রক্রিয়াধীন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।