এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে এক হার্নিয়া রোগীর অপারেশনের মধ্য দিয়ে আবারও সার্জারি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে প্রায় ২ বছর পর ওই অপারেশনের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্জারি কার্যক্রম শুরু হয়।
অপারেশনে অংশগ্রহণ করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. মো. মোবাশ্বেরুল আমিন, জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ডা. শাকিলা আক্তার, মেডিকেল অফিসার ডা. আতিকুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ইশতিয়াকুর রহমান ও সিনিয়র স্টার্ফ নার্স।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ জানান, প্রায় ২ বছর সার্জারি কনসালটেন্ট না থাকায় হার্নিয়াসহ বিভিন্ন অপারেশন কার্যক্রম বন্ধ ছিল। এখন আবারও সার্জারি কার্যক্রম চালু হয়েছে।
তিনি বলেন, আমরা চেষ্টা করছি রোগীদের সরকারি হাসপাতালমুখি করতে। সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ও পর্যাপ্ত ওষুধ সরবরাহ করছি। যার ফলে প্রতিদিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রোগীর সেবায় আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এছাড়া পর্যাপ্ত জনবল থাকলে আমাদের সেবার মান আরো বৃদ্ধি পাবে।