এলনিউজ২৪ডটকম: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নির্মাণ বিভাগের উদ্যোগে শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটাস্থ এক কমিউনিটি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নির্মাণ বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফ।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি এস এম লুৎফর রহমান প্রধান অতিথি ও ফেডারেশনের দক্ষিণ জেলার সেক্রেটারি মাওলানা আরিফুর রশিদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
ফেডারেশনের নির্মাণ বিভাগের লোহাগাড়া উপজেলার সেক্রেটারি মো. মহি উদ্দিনের সঞ্চালনায় শ্রমিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী লোহাগাড়া উপজেলার আমীর অধ্যক্ষ মাওলানা আসাদুল্লাহ ইসলামাবাদী, ফেডারেশনের লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মাস্টার আবদুস ছালাম, সিনিয়র সহ-সভাপতি রফিক দিদার, সাধারণ সম্পাদক মনির আহমদ, অর্থ সম্পাদক আবদুল আলীম আবদুল্লাহ, বাংলাদেশ জামায়াত ইসলামী লোহাগাড়া উপজেলার বায়তুল মাল সম্পাদক অধ্যক্ষ আ.ন.ম নোমান, সাংবাদিক আবদুল জব্বার ফিরোজ ও আমিরাবাদ ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি আরিফ উল্লাহ প্রমুখ।
প্রধান অতিথি এস এম লুৎফর রহমান বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি আদর্শের নাম। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাবে। এদেশ আমাদের, এদেশ কাউকেও ইজারা দেওয়া যাবেনা। জীবন দিয়ে হলেও আমাদের অধিকার ও ভোটাধিকার রক্ষা করব। একটি সমৃদ্ধি ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলে সাধারণ মানুষ ও ইসলামী আন্দোলনের অনেক কর্মী ভাইদের উপর নির্যাতন করা হয়েছে। মামলা দেওয়া হয়েছে। যারা অন্যায় করবে, তাদের অধ:পতন সুনিশ্চিত।