এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পদুয়ায় রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে ছকিনা বেগম (৫০) নামে এক নারী আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১৯ মে) সকাল ১০টার দিকের ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাঙ্গরকুল মালিচাঁন পাড়ার বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ছকিনা বেগম ওই এলাকার দানু মিয়ার কন্যা ও এক সন্তানের জননী।
স্থানীয়রা জানান, প্রায় ২৫ বছর আগে স্বামীর সাথে তার বিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি বাপের বাড়িতে অবস্থান করে আসছেন। এছাড়া তিনি দীর্ঘদিন যাবত আর্থিক অনটন ও নানা রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে আর্থিক সমস্যার কারণে ওষুধ সেবন করতে না পেরে রোগের যন্ত্রণায় অসহ্য হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহতের ভাগিনা এরশাদ হোসেন জানান, সকালে বসতঘরের বারান্দায় তার খালার ঝুঁলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়া হয়। তবে তার আত্মহত্যার সঠিক কারণ জানাতে পারেননি তিনি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।