
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় যানজট নিরসনে অভিযান চালিয়ে ২৪ যানবাহন আটক করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলা সদর বটতলী স্টেশন ও পদুয়া স্টেশনে অভিযান পরিচালনা করেন থানা পুলিশ।
আটককৃত যানবাহনের মধ্যে রয়েছে ৭টি ঈগল পরিবহনের বাস, ১০টি সিএনজি চালিত টেক্সি ও ৭টি ব্যাটারি চালিত রিক্সা।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, যানজট নিরসনে অভিযান চালিয়ে যত্রতত্রভাবে পার্কিং করায় ২৪ যানবাহন আটক করা হয়েছে। আটককৃত যানবাহনের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।
Lohagaranews24 Your Trusted News Partner