এলনিউজ২৪ডটকম : ‘ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন’ এই শ্লোগানে সারাদেশের ন্যায় লোহাগাড়ায় বিশ্ব ডায়াবেটস দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালে উদ্যোগে এক র্যালী বের করা হয়।

পরে হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরমান বাবু রোমেলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক রফিকুল ইসলাম চৌধুরী, রাশেদুল হক ও মুবিনুল হক। পরে বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় ও শিশু ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ফ্রি ইনসুলিন বিতরণ করা হয়েছে।
আরমান বাবু রোমেল বলেন, ডায়াবেটিসের সমস্যায় আগেই রাশ টানার পাশাপাশি জীবনযাত্রায় খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনতে হবে। ধূমপান ও মদ্যপান বর্জন করা, নিয়মিত সুগারের লেভেল পরীক্ষা করা, নিয়ম মেনে ওষুধ খাওয়া এবং সারাদিনে অন্তত এক ঘন্টা হাঁটার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।