এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আমিরাবাদে গরম পানিতে ঝলসে নাজওয়ান কবির নিহান নামে ৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। শিশু নিহান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দর্জিপাড়ার আমিনুল কবির মাসুদের পুত্র।

শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট দুপুরে শিশুকে দুধ পান করানোর জন্য ফ্লাস্কে গরম পানি ভর্তি করে বিছানার পাশে রাখেন। এ সময় অসাবধানতা বশত: ফ্লাস্কের ঢাকনা খুলে গরম পানি শিশুর শরীরে পড়ে। এতে শিশুর শরীরের একাধিকস্থান ঝলসে যায়। তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান দুই দিন চিকিৎসা শেষে গত ১৪ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এরপর অবস্থার পরিবর্তন না হওয়ায় গত ১৬ আগস্ট রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতাল থেকে শিশুটির মরদেহ নিয়ে আসতে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়েছে। তার মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।