Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তি শৃংখলা রক্ষায় বিএনপির গণমিছিল

লোহাগাড়ায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তি শৃংখলা রক্ষায় বিএনপির গণমিছিল

এলনিউজ২৪ডটকম: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্থায়ীভাবে কারামুক্তি লাভ, ধর্মীয় সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা রক্ষায় জনসাধানকে সচেতন করতে গণমিছিল বের করা হয়েছে।

সোমবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলটি থানার সামনে থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার হয়ে আমিরাবাদ ইউপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী এবং উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান।

পরে সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন সাজ্জাদুর রহমান ও প্রধান অতিথি ছিলেন আসহাব উদ্দিন চৌধুরী। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফৌজুল কবির ফজলুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আবু তাহের, যুগ্ম আহবায়ক নুরুল আবছার, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম জাহেদ চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য খোরশেদ আলম সিকদার, নুরুল হক সওদাগর, নাছির উদ্দিন চৌধুরী, নুরুল আলম জিকু, চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের আহবায়ক জসিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা মো. জসিম উদ্দিন, মো. নাজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাহাদুর কোম্পানী, ফেরদৌস কোম্পানী, শহিদুল আলম, নুরুল আমিন, নুরুল আবছার, এ্যাডভোকেট বেলাল উদ্দিন চৌধুরী ও নুরুল আমিন।

বক্তারা বলেন, একটি ষড়যন্ত্রকারী চক্র ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করতে পারে। আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। এলাকায় এলাকায় পাহারা বসাতে হবে। যেন কোন ষড়যন্ত্রকারী, সন্ত্রাসী, অস্ত্রধারী হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনালয় ও ঘর-বাড়িতে হামলা করতে না পারে। স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার অব্যাহত রাখতে পারলে আমাদের এই বিজয় সফল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!