Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় আগুনে পুড়েছে ৪ পরিবারের বসতঘর

লোহাগাড়ায় আগুনে পুড়েছে ৪ পরিবারের বসতঘর

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তিন সহোদরসহ ৪ পরিবারের বসতঘর। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের দক্ষিণ হরিণা মনছুর আলী সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন একই এলাকার মফিজুর রহমানের পুত্র সিরাজুল ইসলাম, মোহাম্মদ রাসেল, ফয়জুল আজাদ ও আজিজুর রহমানের পুত্র আনোয়ার হোসেন। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুন মাটি ও বাঁশের বেড়ার দেওয়াল এবং টিনের ছাউনীযুক্ত বসতঘরে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষণে বসতঘরে থাকা মোটরসাইকেল, ফ্রিজ, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. রুবেল আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এছাড়া উদ্ধার করা হয়েছে কিছু নগদ টাকা ও স্বর্ণালংকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!