নিউজ ডেক্স : বান্দরবানের লামায় ১৫ দিনের ব্যবধানে আরও একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। শনিবার সকালে ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারীর দুর্গম পাহাড়ি এলাকা ইসকাটার ঝিরির হরি রঞ্জন বাবুর রাবার বাগানের পাশে হাতিটির মরদেহ পাওয়া যায়।
জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে কুমারী ইসকাটার ঝিরিতে একটি অসুস্থ বন্যহাতি পড়ে থাকতে দেখে স্থানীয়রা বন বিভাগে খবর দেয়। খবর পেয়ে ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মোস্তাফিজুর রহমান ও সদর রেঞ্জ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খানসহ একটি টিম ঘটনাস্থলে গিয়ে অসুস্থ হাতিটি চিকিৎসা দেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে হাতিটি মারা যায়।
লামা বন বিভাগের (সদর রেঞ্জ) কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান বলেন, চলাচলের সময় কোনো পাহাড় থেকে পড়ে হাতিটি আঘাতপ্রাপ্ত হয়ে অসুস্থ হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের জন্য হাতিটির নমুনা সংগ্রহ করা হয়েছে। হাতিটির বয়স আনুমানিক ২৪-২৫ বছর হতে পারে বলে জানান তিনি।
এর আগে গত ৬ নভেম্বর একই ইউনিয়নের ইয়াংছা সলিমুল হক চৌধুরীর বাগানে একটি এবং ১৫ দিন আগে কুমারী চাককাটাররিতে একটি বাচ্চা হাতির মৃত্যু হয়।