_____জেসমিন সুলতানা চৌধুরী_____
রং লেগেছে মনে আমার রং লেগেছে,
বছর শেষে পহেলা বৈশাখ আবার ফিরে এসেছে।
নানান পদের,নানান স্বাদের আহারে
করি মোরা বর্ষবরণের আয়োজন,
মঙ্গল শোভাযাত্রা আর
নাচে-গানে,আনন্দ-উল্লাসে করি
নতুন বর্ষকে বরণ।
ফুলেরা সাজে ফুলে ফুলে
জীবনের জয়গান গায় ঘুরে ঘুরে।
ভ্রমরেরা অবাক বিষ্মিত নয়নে তাকায় জনে জনে,
কান পাতে নিকট গুঞ্জনে
ভাবে, এ ফুল ফুটেছে কোন কাননে!
বটবৃক্ষের তলে
নাগর দোলা দুলে হেলেদুলে
খরা রৌদ্র তাপে বসে মেলা,
নবীন- প্রবীণ , শিশু-কিশোর সবাই আসে বলে।
বাজে ঢোল ,বাজে সানাই
আরো বাজে বাঁশের বাঁশি,
রঙে রঙে রাঙাতে
রঙে রঙে সাজাতে
ঘুরে ফিরে তাই মোরা
বৈশাখী মেলাতে আসি।