যে সড়ক দিয়ে হাঁটাও দুস্কর হয়ে পড়েছে সেটি হচ্ছে ‘আলুরঘাট রোড’। লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনের অভ্যন্তরীন সড়কটি টিএন্ডটি অফিস পর্যন্ত একেবারে ঝরাজীর্ণ হয়ে পড়েছে। সংস্কারবিহীন এ সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। রাস্তার দুই পাশের ড্রেনেজ ব্যবস্থা একেবারে নাজুক। সামান্য বৃষ্টিতে রাস্তার উপর জমে যায় পানি। বৃষ্টি ও ড্রেনের পানিতে ময়লা-আবর্জন ভিজে কাদায় পরিণত হয়।
ফলে এ সড়কের দু’পাশের দোকানদার, ক্রেতা ও সাধারণ মানুষের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হয়। এছাড়া শুষ্ক অবস্থায়ও ঝরাজীর্ণ পথ অতিক্রম করা দুস্কর। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করেছেন ভূক্তভোগীরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে টিএন্ডটি অফিসের সামনে থেকে ছবিটি তোল