____আবদুল খালেক____
হে মানুষ, তুমি কি শুনতে পাও পুড়িয়ে মারা রাফির আর্তনাদ ?
মানুষ রূপী পশু সিরাজ-উ-দৌল্লাহ করল যার সর্বনাশ।
হে মানুষ, তুমি কি দেখেছো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভূমিকা ?
থানায় যাওয়ার পর ভিড়িও নিয়ে নোংরামির করল যে নাটিকা।
হে মানুষ, তুমি কি দেখেছো জননেতা শাহাদত এর কারবালা ?
সঙ্গে ছিল নুরউদ্দিন, রুহুল আমিন, মনি ও মাকসুদ আলম কাউন্সিলর।
হে মানুষ, তুমি কি বুঝতে পারো যে কাজ মৌলভী সিরাজ করত বার বার ?
যাকে শেল্টার দিত লোকাল প্রশাসন ও নেতা নামের জানোয়ার।
হে মানুষ, তুমি কি মনে করো রাফির অকাল মৃত্যু ঠেকানো যেত ?
যদি না প্রশাসন ও নেতারা তড়িৎ পদক্ষেপ নিত।
হে মানুষ, তোমাদের কি বুকে জাগে না ঘৃণা এ সব নরপশুর প্রতি ?
যারা নিজ স্বার্থে ব্যবহার করে অবুঝ শিক্ষার্থী, যাদের থাকে শিক্ষক ভক্তি।
হে মানুষ, তুমি কি চাও এখনই লাগাম ধরুক এসব চম্পা ওরফে পপিদের ?
স্বার্থের জন্য পুড়িয়ে মারে রাফির মত নিষ্পাপ ও মেধাবী মেয়েদের।
হে মানুষ, এ মুহুর্তে ভাবছেন আপনি মোদের কিবা আছে করনীয় ?
ঘরে ঘরে তৈরি করুন, সাহসী মেয়ে রাফির উত্তরসূরী, যারা হবে বরণীয়।
হে মানুষ, তোমাদের বিবেক জাগ্রত করার সময় কি এখনো আসেনি ?
প্রতিবাদের ঝড় তুলতে হবে সাহস নিয়ে, যেমন রাফি হার মানেনি।
হে মানুষ, সময় কি এখনো আসেনি অন্যায়ের বিরুদ্ধে ঐক্য গড়ার ?
সকল অন্যায় ভেসে যাবে, কেবল প্রতিরোধ দরকার জাগ্রত জনতার।
লেখক : অধ্যক্ষ, আধুনগর উচ্চ বিদ্যালয় ও কলেজ, লোহাগাড়া, চট্টগ্রাম।