
নিউজ ডেক্স : বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম বাজারে মহিষের গুঁতোয় প্রাণ হারিয়েছেন মোহাম্মদ গফুর (৪৫) নামের এক লেবু বিক্রেতা।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে পাহাড় থেকে লেবু সংগ্রহ করে বাজারে বিক্রি করার সময় তিনি দলছুট ৮-১০টি মহিষের পালের মাঝখানে পড়ে যান।এসময় মহিষের শিং এর গুঁতোয় আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অনিন্দিতা লোধ বলেন, দুপুরের দিকে আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

বোয়ালখালী থানার ডিউটি অফিসার এএসআই দিদার বলেন, মহিষের শিং এর গুঁতোয় এক লেবু বিক্রেতার মৃত্যুর খবর পেয়েছি। -বাংলানিউজ