Home | দেশ-বিদেশের সংবাদ | ভারতে বিধ্বস্ত সামরিক হেলিকপ্টারের ব্ল্যাক বক্স মিললো যেভাবে

ভারতে বিধ্বস্ত সামরিক হেলিকপ্টারের ব্ল্যাক বক্স মিললো যেভাবে

আন্তর্জাতিক ডেক্স : ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিনকে নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারটির ব্ল্যাক বক্স পাওয়া গেছে। এটা থেকে দুর্ঘটনা কীভাবে ঘটলো সে বিষয়ে জানা যাবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এ ঘটনায় জেনারেল বিপিনসহ মোট ১৩ জন মারা গেছেন।

প্রতিবেদনে বিশেষ সূত্রের বরাতে বলা হয়, দুর্ঘটনাস্থল থেকে ৩০০ মিটার থেকে এক কিলোমিটার পর্যন্ত তল্লাশির এলাকা প্রসারিত করার পর ব্ল্যাক বক্সটি উদ্ধার করা হয়েছে। এছাড়া দুর্ঘটনাস্থল থেকে হেলিকপ্টারের ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে।

দুর্ঘটনায় একমাত্র যাত্রী হিসেবে প্রাণে বেঁচেছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। তার শরীরের ৮০ শতাংশই দগ্ধ হয়েছে। তিনি এখন লাইফ সাপোর্টে আছেন বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!