Home | দেশ-বিদেশের সংবাদ | ভারতে ঘূর্ণিঝড় তাওকতের তাণ্ডবে ২৩ জনের মৃত্যু

ভারতে ঘূর্ণিঝড় তাওকতের তাণ্ডবে ২৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেক্স : শক্তিশালী ঘূর্ণিঝড় তাওকতের তাণ্ডবে ভারতে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মহারাষ্ট্রে ১২ জন, কর্ণাটকে আটজন ও গুজরাটে তিনজনের মৃত্যু হয়।

মঙ্গলবার (১৮ মে) এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৯০ কিলোমিটার বেড়ে গুজরাট উপকূল অতিক্রম করেছে। এতে সেখানকার বেশকিছু স্থাপনা, বৈদ্যুতিক খুঁটি এবং গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে লাখো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

বিবিসি জানায়, ঘূর্ণিঝড়ে মুম্বাই উপকূলে বার্জ ডুবির ঘটনায় এখনো ৯০ জনের বেশি লোক নিখোঁজ রয়েছে।

ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, তারা ১৭৭ জনকে উদ্ধার করেছে। আর বাকিদের সন্ধান করে যাচ্ছে।

jagonews24

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে ঘূর্ণিঝড় তাওকত দুর্বল হতে শুরু করেছে।

এদিকে, তাওকতের মোকাবিলার প্রস্তুতি নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকুরের সঙ্গে কথা বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। ইতোমধ্যে কাজ শুরু করেছে ভারতীয় নৌবাহিনী। দুই দশকেরও বেশি সময়ের মধ্যে গুজরাটে এর চেয়ে শক্তিশালী আর কোনো ঘূর্ণিঝড় আঘাত হানেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!