Home | ব্রেকিং নিউজ | দুই কলেজে পাস করেনি কেউ

দুই কলেজে পাস করেনি কেউ

নিউজ ডেক্স : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, দুইটি কলেজের ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও তাদের কেউই কৃতকার্য হতে পারেননি।  

রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ড মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ।

শিক্ষাবোর্ডের দেওয়া তথ্যে জানা গেছে, ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় ২৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ১ হাজার ১০২ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে নগরের কোতোয়ালী থানাধীন আইডিয়াল কলেজের একজন পরীক্ষার্থী ছিলেন। তিনি অকৃতকার্য হয়েছেন। এছাড়াও খাগড়াছড়ি জেলার মহালছড়ির বৌদ্ধ শিশুঘর হাইস্কুল অ্যান্ড কলেজের ৪ জন পরীক্ষার্থীর কেউই কৃতকার্য হতে পারেননি।  

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ বলেন, দুইটি কলেজের ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের কেউই পাস করতে পারেনি। বিষয়টি আমরা দেখবো। অকৃতকার্য হওয়ার কারণ বের করে ওই কলেজ দুটির বিষয়ে সিদ্ধান্ত নিবো। -বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!