ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | বিচারকের নামের আগে ডক্টর, ব্যারিস্টার লেখা যাবে না : হাইকোর্ট

বিচারকের নামের আগে ডক্টর, ব্যারিস্টার লেখা যাবে না : হাইকোর্ট

High-Court

নিউজ ডেক্স : নিম্ন আদালতের বিচারকের নামের আগে ডক্টর, ব্যারিস্টার বা অন্য কোনো পদবি লেখার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। আকরাম উদ্দিন নামে এক আইনজীবীর করা একটি আবেদনের ওপর শুনানিকালে স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সাংবাদিকদের বলেন, ঢাকার বিশেষ জজ আদালত ৫ এর বিচারক ড. মো. আক্তারুজ্জামানের একটি আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন আকরাম উদ্দিন। ওই আবেদনের শুনানির সময় আদালত দেখতে পান বিচারকের নামের আগে ডক্টর পদবি লেখা আছে। তখন আদালত স্বতঃপ্রণোদিতভাবে আদেশ দেন যে, নিম্ন আদালতের কোনো বিচারক বা ম্যাজিস্ট্রেট তাদের নামের আগে ডক্টর, ব্যারিস্টার বা অন্য কোনো পদবি লিখতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!