নিউজ ডেক্স : কক্সবাজারে আদালতে নেওয়ার সময় প্রিজন ভ্যান থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান (এলজি) এবং এক রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।
শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উখিয়ার টিভি টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১২ অক্টোবর পুলিশের প্রিজন ভ্যাত থেকে পালিয়ে যান অস্ত্র মামলার আসামি রোহিঙ্গা যুবক মজিবুল আলম ওরফে মজিয়া (২৮)।

অভিযানে নেতৃত্ব দেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘গত ১২ অক্টোবর পুলিশের প্রিজন ভ্যান থেকে পালিয়ে যায় অস্ত্র মামলার আসামি উখিয়ার ৯ নম্বর ওয়ার্ড ক্যাম্প-২/ওয়েস্ট ব্লক ডি/১৩ এর দীন মোহাম্মদের ছেলে রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী মজিবুল আলম ওরফে মজিয়া। শনিবার সকালে টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের টিভি টাওয়ার এলাকা থেকে তাকে অস্ত্র ও কার্তুজসহ গ্রেপ্তার করা হয়।’