এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় প্রাইভেটকারের তেলের ট্যাংকের ভিতর থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ দিপক দাশ (৩০) নামে পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ইউনিয়নের ফরেষ্ট রেঞ্জ কার্যালয়ের সামনে থেকে প্রাইভেটকারসহ তাকে গ্রেপ্তার করা হয়। সে কক্সবাজার জেলার পিএমখালী পশ্চিম সনখোলা এলাকার মৃত দিলীপ দাশের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকারে তল্লাশী করা হয়। এ সময় কারের তেলের ট্যাংকের ভিতর বিশেষ কায়দায় রাখা ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। জব্দ করা হয় প্রাইভেটকারটি। সে ইয়াবাগুলো টেকনাফ থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।