এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে আজ ২১ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ থেকে সেনেরহাট, কুমিরাঘোনা বায়তুশরফে জুমার খুৎবা, মনুফকির হাট, রশিদারঘোনায় গণসংযোগ ও পথসভা করেন বাংলাদেশ আওয়ামী লীগ তথা মহাজোটের মনোনীত প্রার্থী প্রফেসর ড. আল্লামা আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
ড. নদভী বলেন, মাঠে নৌকার গণজোয়ার দেখে অন্য প্রার্থীরা ভয়ে মাঠে নামছেন না। আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে অতীতের রেকর্ড ভঙ্গ করে সাতকানিয়া-লোহাগাড়াতে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিগত পাঁচ বছরে সাতকানিয়া-লোহাগাড়ায় প্রায় দুই হাজার কোটি টাকার উন্নয়নের কাজ হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম সিরাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আফছার চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহ সালাহ উদ্দিন হিরু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: শাহ আলম, আওয়ামী লীগ নেতা নুরুল আলম জিকু, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক রোনা বড়ুয়া, সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আবু তাহের, আওয়ামী লীগ নেতা শুকলাল শীল, এরফানুল করিম চৌধুরী, বাদশা খালেদ, এস এম সাহেদ, মিজানুর রহমান মিজান, মোরশেদুল আলম নিবিল ও সাইফুল হাকিম প্রমুখ।