ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | তেওয়ারীহাটে অগ্নিকান্ড

তেওয়ারীহাটে অগ্নিকান্ড

16343802_373586786334252_1141085576_n

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পদুয়া তেওয়ারীহাটের কাঁচাবাজার পাশে ২৫ জানুয়ারী বুধবার দিনগত রাত ১টায় ৩ দোকান আগুনে পুড়ে যাওয়ার সংবাদ পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ১৬ লাখ টাকা বলে দাবী করছেন ক্ষতিগ্রস্থরা।

ক্ষতিগ্রস্থরা হলেন সুবল বশাকের লোকনাথ ষ্টোর, শিবু বশাকের জিএম মেট্রেস দোকান ও লিটন বশাকের অনুকুল ষ্টোর। এছাড়াও পার্শ্ববর্তী রফিক আহমদের মক্কা রাইচ মিলের গুদামে আগুনে পুড়ে গেছে ধানের চিটাসহ অন্যান্য মালামাল। অগ্নিকান্ডের সঠিক কোন কারণ জানা যায়নি।

স্থানীয়রা জানান, সুবল বশাকের দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এএসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!