ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | ডিপোতে মিললো আরও রাসায়নিক, সরিয়ে দেওয়া হলো সাংবাদিকদের 

ডিপোতে মিললো আরও রাসায়নিক, সরিয়ে দেওয়া হলো সাংবাদিকদের 

নিউজ ডেক্স : সীতাকুণ্ডের বিএম ডিপোতে আরও কেমিক্যাল কনটেইনারের সন্ধান মিলেছে জানিয়ে গণমাধ্যমকর্মীদের ডিপো থেকে বের করে দিয়েছে কর্তৃপক্ষ।  

সোমবার (৬ জুন) সকালে সংবাদ সংগ্রহ করতে করতে গেলে বেলা সাড়ে ১০টার দিকে গণমাধ্যমকর্মীদের বের করে দেয়। এসময় তারা আরও অনেক কেমিক্যালের কনটেইনার পাওয়া গেছে জানায় তারা।  

এদিকে, এখনো বিএম কনটেইনার ডিপোর সামনে হাজারো উৎসুক জনতা ভীড়। অনেকে খোঁজ করছেন তার নিখোঁজ স্বজনদের। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে বাসাত।

গত শনিবার রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে কদমরসুল এলাকায় বিএম ডিপোতে আগুনের পর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৪৫ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভয়াবহ এ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় মরদেহের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতে কাজ শুরু করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (৬ জুন) সকাল ৮টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারের সামনে নমুনা সংগ্রহ করা হচ্ছে। -বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!