নিউজ ডেক্স : নগরের উত্তর আগ্রাবাদ এলাকা থেকে চুরিতে ‘সেঞ্চুরি’ করা রাবেয়া আক্তার নেহাকে গ্রেফতার করা হয়েছে। রোববার ( ২৮ মার্চ) সকালে মোল্লাপাড়ার ফাতেমা মনজিল থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাবেয়া আক্তার নেহার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। এর আগেও চুরির সময় গ্রেফতার হয়েছিল রাবেয়া।
ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ভোরে কেউ নামাজ পড়তে, কেউ ব্যায়াম করতে যায়, বাকিরা ঘুমায়। এ সুযোগে রাবেয়া ঘরে চুরি করে। তার স্বীকারোক্তি অনুযায়ী গত ৩ বছরে কমপক্ষে ১০০টি চুরি করেছে। কিন্তু বাস্তবে এ সংখ্যা আরও বেশি হবে। বাংলানিউজ
ওসি জানান, রাবেয়া খুবই ধূর্ত। সে সবসময় বোরকা পরে চুরি করে যাতে কেউ চিনতে না পারে। এখন রাবেয়া অন্তঃসত্ত্বা, তাই কেউ সন্দেহ করবে না। আবার ধরা পড়লেও সহানুভূতি পাবে। তাই এ অবস্থায়ও সে চুরি করে বলে স্বীকার করেছে।