এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মহাজোট মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী।
জানা যায়, এ আসনে ১৪৭টি ভোট কেন্দ্রের ঘোষিত ফলাফলে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী নৌকা প্রতীকে ২ লাখ ৫৯ হাজার ৩৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী আ.ন.ম সামশুল ইসলাম পেয়েছে ৫৩ হাজার ৯৮৬ ভোট।

লোহাগাড়ায় ৫৯টি ভোট কেন্দ্রে নৌকা প্রতীক পেয়েছে ১ লাখ ৩৩ হাজার ১৪ ভোট ও ধানের শীষ প্রতীক পেয়েছে ২৪ হাজার ২৩২ ভোট।
সাতকানিয়ায় ৮৮টি ভোট কেন্দ্রে নৌকা প্রতীক পেয়েছে ১ লাখ ২৬ হাজার ৩৬১ ভোট ও ধানের শীষ প্রতীক পেয়েছে ২৯ হাজার ৭৫৪ ভোট।