নিউজ ডেক্স : চট্টগ্রামে নিখোঁজের ৩ দিন পর কর্ণফুলী নদী থেকে মিলল স্কুলছাত্র অন্তু দাশের (১৫) মরদেহ। শুক্রবার (২৬ জানুয়ারি) নদীর এস আলম ঘাটে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। অন্তু পাথরঘাটা বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

২৩ জানুয়ারি প্রতিমা বিসর্জন দিতে গিয়েছিল অন্তু। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি।পরে পরিবারের পক্ষ থেকে সদরঘাট থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

অন্তুর দাদা মিহির চৌধুরী বলেন, প্রতিমা বিসর্জন দিতে কর্ণফুলীর পাড়ে গিয়েছিল অন্তু। কিন্তু এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। কিভাবে তার মৃত্যু হয়েছে তা আমরা বুঝতে পারছি না।
অন্তুর হারিয়ে যাওয়ার ঘটনাস্থল সদরঘাট থানা এলাকায় হলেও তার মরদেহ মিলেছে কোতোয়ালী থানা এলাকায়। কোতোয়ালী থানা সূত্র জানায়, পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি।