নিউজ ডেক্স : চট্টগ্রামের হাটহাজারীতে গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে ২ দুই শিশুর মৃত্যু হয়েছে। দগ্ধ বাকি ৩ জনের অবস্থাও আশঙ্কাজনক। বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহত দুই শিশু হল রাজিয়া সুলতানা মিম (১১) ও সামিন (৩)। আহতরা হল সনি বেগম (২৬), রুবি আক্তার (১৬) ও শিশু ইয়াসিন (১)।
জানা যায়, আমানবাজার এলাকার হারুন ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকেন সনি বেগমের পরিবার। কয়েকদিনের জন্য তারা বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে বাসায় ফিরে রাতে রান্না জন্য চুলা জ্বালাতে গেলে গ্যাসের সঞ্চালন লাইনে বিস্ফোরণ ঘটে। এ সময় তিনজন শিশু ও দুইজন নারী দগ্ধ হন।
ধারণা করা হচ্ছে, সনি বেগমের পরিবার বেশ কয়েকদিন বাড়িতে অনুপস্থিত থাকায় কোনোভাবে গ্যাসলাইন লিকেজ হয়ে রান্না ঘরে গ্যাস জমে গিয়েছিলে। রাতে চুলায় আগুন দিতে গেলে গ্যাসের সঞ্চালন লাইনে বিস্ফোরণ হয়।