নিউজ ডেক্স : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রিয়াজ আহমেদ সামি নামে এক প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টায় চকরিয়ার আজিজনগর উলুমুদিনিয়া মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত সামি চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। চট্টগ্রাম প্রতিদিন
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টেকনাফ থেকে বাড়ি ফেরার পথে আজিজনগর উলুমুদিনিয়া মাদ্রাসা এলাকায় হঠাৎ মোটরবাইকের টায়ার ফেটে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হলে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।