ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | গোলামবারী সরকারী উচ্চ বিদ্যালয়ে ভিন্ন কোডে জেএসসি পরীক্ষা গ্রহণ

গোলামবারী সরকারী উচ্চ বিদ্যালয়ে ভিন্ন কোডে জেএসসি পরীক্ষা গ্রহণ

253

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আজ ১ নভেম্বর ‘১নং সেট কোড’ প্রশ্নপত্রে জেএসসি পরীক্ষা গ্রহণ করা হয়েছে।

কেন্দ্র সচিব ও স্কুলের প্রধান শিক্ষক সামশুল ইসলাম সাংবাদিকদের জানান, ভুল বশতঃ ‘২নং সেট কোড’ পরিবর্তে ‘১নং সেট কোড’ প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হয়েছে। এতে কোন অসুবিধা হবে না। যে কোন সেট কোডে পরীক্ষা নেয়া যায়। তিনি বিষয়টি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছেন। সে মোতাবেক পরীক্ষার্থীদের খাতাও বোর্ডে জমা দেয়া হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, ভুলের কারণে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আতংকিত হওয়ার কোন কারণ নেই।

জানা যায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষার সকল কেন্দ্রে ১ ও ২নং সেট কোডে প্রশ্নপত্র প্রেরণ করা হয়। বিধান রয়েছে পরীক্ষা শুরুর আধাঘন্টা আগে কোন কোডে পরীক্ষা হবে সেটি সংশ্লিষ্ট কেন্দ্রে জানিয়ে দেয়া হয়। এবার ২নং সেট কোডে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন সকল কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়। কিন্তু লোহাগাড়ার দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা নেয়া হয়েছে ১নং সেট কোড প্রশ্নপত্রে।

লোহাগাড়ায় জেডিসি ও জেএসসি মিলে মোট ৭টি কেন্দ্রে সাড়ে ৬ হাজারের অধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এ বিদ্যালয় কেন্দ্রে ১১টি স্কুলের মোট ১ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে বলে প্রকাশ।

পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হয়। ফলে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। অভিভাবকরা সাংবাদিকদের জানান, দু’কোডে পরীক্ষায় হওয়ায় শিক্ষার্থীদের জীবনে যদি কোন অঘটন ঘটে তার দায়িত্ব নেবে কে? এ ব্যাপারে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্য উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!