ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | খালেদা জিয়াকে কারাগারে রেখে কোনো নির্বাচনে যাব না : রিজভী

খালেদা জিয়াকে কারাগারে রেখে কোনো নির্বাচনে যাব না : রিজভী

194021Rizvi_

নিউজ ডেক্স : আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে কোনো নির্বাচনে যাবে না। আজ রবিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। গতকাল শনিবার ওবায়দুল কাদের বলেছিলেন, বিএনপি নির্বাচনে ‘আসবেই’।

রিজভী বলেন, ‘আমি বিএনপির পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলে দিতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির অবিচ্ছেদ্য অংশ। তিনি দলের নেতাকর্মীদের একমাত্র প্রেরণা। ‘উইদাউট খালেদা জিয়া, নো ইলেকশন’- এটাই এখন জনগণের উচ্চারণ।’

তিনি আরো বলেন, ‘বেগম জিয়াকে ব্যতিরেকে(ব্যতীত) কোনো নির্বাচন হবে না। মামলা দিয়ে সাজা দিয়ে হাত-পা বেঁধে চক্রান্তের নির্বাচন করার ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে।’

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘বেগম খালেদা জিয়া জেলে থাকলেও বিএনপি নির্বাচনে যাবে- এই তথ্য আপনি (ওবায়দুল কাদের) কোথায় থেকে পেলেন? আপনি কখনও কখনও এমনভাবে কথা বলেন, মনে হয় যেন একদিকে আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আবার মনে হয়, অন্যদিকে বিএনপিরও নীতিনির্ধারক।’

খালেদা জিয়ার রায়ের কপি নিয়ে খাদ্যমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘কামরুল সাহেব বলেছেন রায় পেতে দেরির দায় বিএনপির। উনি তো বলবেনই। কারণ পচা গম আমদানি ও চালের বাজার নিয়ন্ত্রণ করতে না পেরে আওয়ামী নেতাকর্মীদের অবৈধভাবে চাল আমদানির সুযোগ দিয়ে চালের মূল্য বাড়িয়ে খাদ্যমন্ত্রী বেসামাল হয়ে গেছেন। এখন তিনি আওয়ামী সরকারের বেসুরো ভাঙা ঢোলের মতো কথা বলে যাচ্ছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!