Home | দেশ-বিদেশের সংবাদ | কয়েকটি নিউজ পোর্টালসহ ৫৮টি ওয়েবসাইট বন্ধের নির্দেশ

কয়েকটি নিউজ পোর্টালসহ ৫৮টি ওয়েবসাইট বন্ধের নির্দেশ

image_printপ্রিন্ট করুন

news-portal

নিউজ ডেক্স : দেশের মূলধারার কয়েকটি নিউজ পোর্টালসহ ৫৮টি ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ সব সাইট বন্ধে রোববার বিকেলে দেশের ইন্টারনেট সেবাদানকারী সংস্থা এবং আন্তার্জাতিক ইন্টারনেট গেটওয়েকে (আইআইজি) চিঠি দিয়েছে কমিশন।

এ বিষয়ে বাংলাদেশ ইন্টারনেট সেবা সরবরাহ সংস্থার মহাসচিব মো. ইমদাদুল হক বলেন, ‘রোববার বিটিআরসির পক্ষ থেকে ৫৮টি ওয়েবসাইট বন্ধে একটি চিঠি দেয়া হয়েছে। তবে কী কারণে এ সব সাইট বন্ধের নির্দেশ দেয়া হয়েছে, সে বিষয়ে জানাতে পারেননি তিনি।

যেসব ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেয়া হয়েছে, তা হলো- প্রিয় ডটকম, রাইজিং বিডি ডটকম, পরিবর্তন ডটকম, রিপোর্ট বিডি২৪ ডটকম, শীর্ষ নিউজ ২৪ডটকম, ঢাকা টাইমস২৪ ডটকম, বিডি পলিটিকো ডটকম, পেজ নিউজ২৪ ডটকম, রেয়ার নিউজ২৪ ডটকম, বিএনপি নিউজ২৪ ডটকম, প্রথম বাংলাদেশ ডটনেট, ডেইলি আমারদেশ ডটএক্সওয়াইজেড, ডিএনএন ডটনিউজ, রাজনীতি২৪ ডটকম, আরবিএন২৪ ডটকো ডটইউকে, সংবাদ২৪৭ ডটকম, দেশভাবনা ডটকম, আমার দেশ২৪৭ ডটকম, অ্যানালাইসিস বিডিডটকম ও আওয়াজ বিডিডটকম।

এছাড়াও বদরুল ডটঅরগ, বিএনপি অনলাইন উইং ডটকম, ইএন ডট বিএনপি বাংলাদেশ ডটকম, বিএনপি বাংলাদেশ ডটকম, বাংলামেইল৭১ ডটইনফো, এটিভি২৪ বিডি ডটকম, বাংলা স্ট্যাটাস ডটকম, বিবাড়িয়া নিউজ২৪ ডটকম, শিবির ডটঅরগ ডটবিডি, নিউজ২১-বিডিডটকম, ওয়ান নিউজ বিডি ডটনেট, নিউজবিডি৭১ ডটকম, জাস্ট নিউজ বিডি ডটকম, এক্সপ্রেস নিউজ বিডি ডটকম, ডেইলি বিডি টাইমস ডটকম, ময়মনসিংহ নিউজ২৪ ডটকম, মূলধারা বিডি ডটকম, সিএনএন বিডি২৪ ডটকম, ডেইলি মিরর২৪ ডটকম, দেশনেত্রী সাইবার ফোরাম ডটকম, আলাপন ডটলাইভ, দিগন্ত ডটনেট, মোরাল নিউজ২৪ ডটকম, পত্রিকা ডটকম, দাওয়া হিলাল্লাহ ডটকম, আলইহসার২৪ ডট ওয়ার্ডপ্রেস ডটকম, আলজামায়াহ ১ডট ওয়ার্ডপ্রেস ডটকম, বাংলা দারসুল কোরআন ডট ওয়ার্ডপ্রেস ডটকম, গাজওয়াহ ডটনেট, জঙ্গি মিডিয়া ডট ওয়ার্ডপ্রেস ডটকম, মাকতাবতুল ইসলামিয়া বিডি ডট ওয়ার্ডপ্রেস ডটকম, মিল্লাতে ইবরাহিম বিডি ডট ওয়ার্ডপ্রেস ডটকম, মাই কোরআন স্ট্যাডি ওয়ান আয়াহ এডেডটকম, শুহাদার কাফেলা ডট ওয়ার্ডপ্রেস ডটকম, ডিফেন্স আপডেট বাংলাদেশ ডট ওয়ার্ডপ্রেস ডটকম, ডেফ বিডি ডটকম ও বাংলাদেশ ডিফেন্স ডট ব্লগপোস্ট ডটকম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!