নিউজ ডেক্স : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশের বরতাকিয়া এলাকায় কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দু’জন। শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বরতাকিয়া এলাকার চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- সীতাকুণ্ড এলাকার বাসিন্দা সুলতানা (২৮) ও তার শিশুকন্যা ইসরাত মুনতাহা (১)। আহতরা হলেন অটোরিকশাচালক মো. নেজাম (৪০) ও রোজিনা (২১)।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক জসিম উদ্দিন জানান, সকালে অজ্ঞাত একটি কাভার্ডভ্যানের চাপায় মোটরচালিত অটোরিকশার চার যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এক নারী ও শিশুকে মৃত ঘোষণা করেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।