ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | করইয়ানগর বাহাদুর পাড়া ক্রীড়া পরিষদের ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

করইয়ানগর বাহাদুর পাড়া ক্রীড়া পরিষদের ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

16176733_1284483284952991_1238623616_n

এলনিউজ২৪ডটকম : সাতকানিয়া উপজেলার করইয়ানগর বাহাদুর পাড়া ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ২০ জানুয়ারী রাতে সম্পন্ন হয়েছে। মরহুম আবদুল আজিজ চত্বরে আয়োজিত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন হাকিম’স ও আকবার বাড়ি স্মৃতি সংসদ। খেলায় ২-১ লার্নিং পয়েন্টে হাকিম’স চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় তৃতীয় স্থান অর্জন করে হাবিয়ার পাড়া ক্রীড়া পরিষদ। আকবর বাড়ি স্মৃতি সংসদের খেলোয়াড় মোঃ আশিক ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

খেলায় শেষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন করইয়ানগর ইয়ং ষ্টার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম নেওয়াজ হোছাইন নিষাদ। প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া ব্রীক ফিল্ড মালিক সমিতির সভাপতি ফরিদুল আলম কোম্পানী। প্রধান বক্তা ছিলেন করইয়ানগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম।

যুবনেতা মোঃ ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাছির উদ্দিন চৌধুরী, এইচ এম সেলিম উদ্দিন, মুফতি মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ ইলিয়াছ, সাবেক ইউপি সদস্য ফরিদুল আলম, রফিকুল ইসলাম, ব্যাংকার মর্তুজা হোসাইন (মহিম), রিয়াদুল ইসলাম, আবদুল কাদের বাবুল, মিয়ানদাদ হোসেন জনি, মোস্তাক আহমদ, শাহ আলম, হেলাল উদ্দিন, আবদুল্লাহ, মোঃ সোহেল, ইকবাল হোসেন, মনজুর আলম প্রমুখ।

খেলা পরিচালনা করেন পদুয়ার রেফারী রেজাউল করিম। তাকে সহযোগিতা করেন সাইফুল ইসলাম ও শাহাদত হোসেন রনি।

প্রধান অতিথি খেলা পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের খেলাধুলা সত্যিই এলাকার যুব সমাজকে নিশ্চিত অন্যায় কাজ ও মাদক থেকে বিরত রাখে। খেলাধুলা মনকে উৎফুল্ল রাখে। যারা এলাকায় অন্যায় অবিচার, মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত তাদেরকে কঠোর হুশিয়ার করে বলেন, এ ধরনের কাজে লিপ্ত থাকলে কাউকে ছাড় দেয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!