পথে’র হক
চলতে পথে যাহার সাথে
মিলবে দেখা ভাই,
অাসসালামু অালাইকুম
সশব্দে বলা চাই।
সময় পেলে মুসাফাহা
করলে পূণ্য হয়,
মু’অানাকায় অান্তরিকতা
সদাই অটুট রয়।
পাইলে কাঁটা পথের মাঝে
সরাও দূরে ছুঁড়ে,
বিপদগ্রস্তকে সাহায্য করো
হ্রদয় মন ভরে।
সেরা মানব
সৃষ্টির সেরা মানব অাপনি
মোহাম্মদ রাসূল,
অাপনার উপর দরূদ পড়ে
সৃষ্টি মানবকুল।
রহমত হয়ে এলেন অাপনি
অামাদেরই মাঝে,
অাপনার অনুসরণ করতে হবে
সকল কর্ম – কাজে।
কোটি ফুলের মাঝে শ্রেষ্ট অাপনি
একটি গোলাপ ফুল,
অামরা সবাই অাপনার উম্মত
অাশেকে রাসূল।
হও সঠিক নারী
এম সোলাইমান কাসেমী
বেপর্দা নয় ফ্যাশন নয়
হও সঠিক নারী,
যাকে নিয়ে করবে স্বামী
দুনিয়া ও অাখিরাতে বাড়ী।
যার প্রেরণায় হবে তার
সঠিক পথে চলা,
মানুষের মাঝে হবে তার
দ্বীনের কথা বলা।
যার অাদর্শে শহর-গ্রামে
জাগবে কোটি নারী,
সঠিক পর্দায় ভরে যাবে
সকল ঘর-বাড়ী।