ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | সরকারি হাসপাতালে অবৈধ ফার্মেসি-ক্যান্টিন থাকবে না

সরকারি হাসপাতালে অবৈধ ফার্মেসি-ক্যান্টিন থাকবে না

নিউজ ডেক্স: সরকারি হাসপাতালের ভেতরে ইজারার মেয়াদোত্তীর্ণ ফার্মেসির কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়াও অনুমোদনহীন অবৈধ ক্যান্টিনও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি সরকারি হাসপাতালে ক্যান্টিন ও ফার্মেসি পরিচালনার জন্য নতুন করে অনুমোদন না দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর, জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে অবস্থিত অবৈধ, অনুমোদনবিহীন, ইজারার মেয়াদোত্তীর্ণ ফার্মেসি, ক্যান্টিন বা ক্যাফেটেরিয়ার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে হবে।

এসব প্রতিষ্ঠানের কাছে যদি সরকারের কোনো বকেয়া পাওনাদি থেকে থাকে তা আদায় করে অপসারণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!